মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বসন্তযাপন

গোলাম কিবরিয়া পিনু
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
বসন্তযাপন

কে যে কী নিয়ন্ত্রণ করছে!

কোথায় যে কে ক্ষমতা দেখাচ্ছে!

পদাধিকার বলে- কী শক্তি পেয়ে

কখন যে কাকে পদানত করতে চাইছে!

কারো কারো ক্ষমতার সীমা

সীলমোহর দিয়েও আটকানো যাচ্ছে না!

ক্ষমতার দাপট ও দুর্বৃত্তপনায়

পদ্মকুঁড়ি ফুটতে পারছে না সরোবরে!

কী রোগের প্রাদুর্ভাব হলো?

ক্ষমতাধররা যত্রতত্র বেহিসাবি হয়ে

নিরীহজনকে বেহুঁশ করে ফেলছে!

বদকণ্ঠ নিয়ে বদনার পানিতে পা ধুয়ে

বত্রিশ দাঁত বের করে

বসন্তকোকিল হয়ে

বসন্তযাপন করছে,

বসন্তবিহারেও যাচ্ছে বনাঞ্চলে।

বাজপক্ষী তাদের সঙ্গী হচ্ছে-

বিচেকলাও বেচতে পারবে না

প্রান্তিক চাষিরা হাটবাজারে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে