সোনার পালংকের আলো

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

শেখর ভট্টাচার্য
যক্ষের লৌহ নির্মিত সিন্দুকে বন্দি ছিল চাঁদের আলো, সূর্যের তেজ, নদীর ঢেউ সত্যের মতো সুন্দর চন্দ্রমলিস্নকা, হাজারো ফুলের সুগন্ধ অবরুদ্ধ ছিল যক্ষরাজের পাতাল পুরীতে। সোনার পালংকের আলো যক্ষের চোখ ঝলসে দিয়েছিল, যক্ষ তার নিজ অক্ষে ছিলেন রাজাধিরাজ। অন্ধকারের গর্ভে উজ্জ্বল নন্দিনীর আবির্ভাব টের পাওয়ার মতো অনুভূতি হারিয়েছিলেন যক্ষ, সূর্যের তেজ, চাঁদের আলো, আলবাট্রস পাখির আহ্বান খান খান করে গুড়িয়ে দিয়েছিল সিন্দুকের সকল দরোজা মুক্ত পৃথিবীর জঠরে ফিরে এলো চাঁদ, সূর্য, পাখি স্বমহিমায়। নন্দিনী, রঞ্জন কিশোরের দীপ্তিময় অবয়বে মুগ্ধ হলো মানুষ থেকে গেল আকাশের প্যাস্টেলে নিষ্ঠুর যক্ষের অবয়ব।