ভয়

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
আমি হবার তীব্র বাসনাকে চোখ রাঙাই হিসাবের খাতা খুলে বসি ডুবে যাই তেল, নুনের হিসাবে। একটা আমিকে তালাবদ্ধ কুঠুরিতে অতি সন্তর্পণে রেখে দেই অন্তরালে। হঠাৎ হঠাৎ কালবৈশাখীর মতো সবকিছু ভেঙেচুরে শিকড়সহ উপড়ে ফেলে চলে আসতে চায় ভাসাতে চায় ডুবাতে চায় শূন্যের হিসাবটা মুছে ফেলতে চায়। ভয়, সে তো নিজেকেই সুরঞ্জন।