তারপর কেটে গেল এক যুগ
সেই চিত্রনাট্যের শেষ হলো না,
আবদ্ধ হয়ে রইল বাতের অন্ধকারে
বলতে চেয়েও বলা হলো না
সেই কাহিনির কবর রচিত হলো,
বর্ণহীন নগ্ন বিকেলে নিথর আকাশ
সন্ধ্যায় ধূপজ্বলা বাতাস
হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে গেল,
একটা পাখি দলছুট হয়ে হারিয়ে গেল
হয়তো চলবে তার একাকি অভিযান।
নেমে আসে অন্ধকারের স্রোত
কার্নিশে কার্নিশে মিশে যায়
নিথর হয়ে থাকে এই বনসাই জীবন।