ক্ষুধার যন্ত্রণা
প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০
আবির হাসান
হৃদয়ের শেষ নিঃশ্বাসটুকু হলফ করে দাঁড়িয়ে থাকে,
ছলনার ঝুঁকিপূর্ণ পস্নার্টফর্মে জীবন আজ বড্ড ক্লান্ত।
শুধু মনে মনে মৃতু্যর প্রার্থনা করে!
দু'পাশে অভাবের আর্তনাদ শোনা যায়, যার মরমে
অজস্র নোনাজল ঝরে পড়তে পড়তে
রুগ্ন ভিখারির মতো দু'মুঠো খাবারের আবেদন করে
নিয়তির কাছে! কিন্তু নির্মম বাস্তবতার ভাঙা দর্পণে
শুধু মৃতু্যর ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে।
যেন প্রতিটা চিৎকারের শরীর তীব্র ক্ষুধায়
সাদা কঙ্কাল হয়ে নিয়তির উপহাস অবলোকন করে!
কেননা, বিষণ্নতা জানে,
মৃতু্য ছাড়া জীবনের আর কোনো ক্ষুধার যন্ত্রণা নেই!