মেকি স্বভাব

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

সারমিন চৌধুরী
স্বপ্নেরা মরে যায় যন্ত্রণার করাঘাতে পিষে আমরা বেঁচে থাকি মৃতু্য আছে বলে কিছুটা ভয়ে কিছু বা সংশয়ে, এই দুনিয়া ক্ষণিকের পুষ্প উদ্যান সন্ধ্যায় ফুটে খিলখিলিয়ে প্রভাতে ঝরে যায়। শিরদাঁড়া চূর্ণ হয় দম্ভের পাহাড়ে চড়লে, অথচ, আমাদের অহংকার, ঔদ্ধত্য কমে না বরং বেড়ে চলে মেকি স্বভাবের আড়ালে।