অপরাজিতা
প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০
সারমিন চৌধুরী
আজ চলো হারিয়ে যায়
আমি, তুমি আর একগুচ্ছ নীল অপরাজিতা
কিছু বেলীর সুঘ্রাণ একরাশ প্রেমানুভূতি!
কিছু স্বপ্নের আবেশ ছোঁয়া স্নিগ্ধক্ষণ রোদেলা দিনের
আকাঙ্ক্ষিত মধুক্ষণ সুখের আলাপচারিতা।
হেঁটে যাব চিরল ঘাসে ভাবনার আদলে
কুয়াশা ভেজা লাল গোলাপের পাপড়ি ধুয়ে
পান করব গোলাপ জলের অমৃত,
খুনসুটিতে বুনব দু'জন মাকড়সার সুতীক্ষ্ন জাল
বসন্তের পুষ্প বৃষ্টি হবে মধুচন্দ্রিমায়!
অপেক্ষার অবসানে গাইবে গান কোকিলা
আনন্দের বারি ঝরবে নেত্রধারায়।