নারী

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
স্বল্প পোশাকের অশ্লীলতায় স্বাধীনতা খুঁজেছিল সে মুক্তি দেখেছিল অসভ্য পুরুষের যাবতীয় কর্মে। পুরুষকেই আজন্ম স্বাধীন ভেবে তারই সমকক্ষ হবার স্বপ্নে বিভোর নারী। সুনীল আকাশে ওড়ার সাধ আলো জ্বালাবার সুতীব্র বাসনা কোমলে-কঠিনে, ছায়া হয়ে, মায়া হয়ে আপন তেজে উদ্ভাসিত শক্তি দিয়েছে বিসর্জন। মননের স্বাধীনতা ধুলায় লুটিয়ে অবশেষে মুক্তির স্বাদ খুঁজে ফিরে দাম্ভিক পুরুষের অনুকরণে।