বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দু'টি কবিতা

আজিজুল রমিজ
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
দু'টি কবিতা

জীবনানন্দ দাশ

আমাদের জীবন চলে যায় হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে নেমে আসে ক্লান্ত অপরাহ্ন।

একদিন বাবা চলে যায়, মা চলে যায়

কুঁড়ি থেকে ফুল না ফুটতেই

ঝরে যায় 'রতন'

একদিন পত্রিকার পাতায় ছবি ছাপা হয়

মরে গেলে হয়ে যাই

জীবনানন্দ দাশ!

দালালের বাজার

অভাবের তাড়নায় দুধেল গাইটি

হাঁটবারে বেচতে নিয়ে গেলাম

কেন যে বিক্রি হলো না বুঝতে পারছি না!

রাতে স্ত্রী বললো- 'শুনো,

আমাদের গাইটি মারা যাবে ছ'মাসের মধ্যে

ওর ভয়ানক ব্যাধি হয়েছে

শুধু তুমি আমি ছাড়া গাঁয়ের সবাই জানে!

একটু আধটু মিথ্যে বলতে শেখো

দু'একজন দালালাকে মহৎ বলতে শেখো,

না হয় আমাকেও বেচতে পারবে না'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে