বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সালাম সালেহ উদদীনের কবিতা

জলের ইশারা
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
সালাম সালেহ উদদীনের কবিতা

বসন্ত এসেছে বলে ভেজাপথে শিশির কাঁদে

মায়াবী নদী কাঁদে জলের ইশারায়

অদ্ভুত ইশারায় কাঁদে হৃদয়ের ঝাঁপ

ধানের রসে ভিজে যায় কৃষকের উঠোন

চাঁদ ভেসে যায় বলেই পৃথিবীতে অন্ধকার নামে

কপালের ঘামে লেখা আছে শ্রমের ইতিহাস

অক্ষরের কারুকাজ

\হ

নিঝুম বাগানে ফুটে আছে সোনালি পথ

অজস্র সুগন্ধি ফোটায় গোলাপ কলি

সুন্দরের গান শুনে মাঠে ফলে রাশি রাশি ধান

খরাদীর্ণ জমিনে পিপাসা নামে স্বপ্ন পুড়ে

অক্ষর সাজাই হৃদয়ের বিন্যাসে প্রাণের উচ্ছ্বাসে

অক্ষর সাজালেই ভাষার মাধুর্য বাড়ে

পরাধীনতার গস্নানি মুছে দেয়

অক্ষরের সুনিপুণ কারুকাজ

সবুজ বিদ্রোহ

\হ

হৃদয়ের আধিপত্য একদিন শেষ হয়ে যাবে

টিপটিপ জ্বলবে স্মৃতির পেয়ালা দুর্বল আবেশে

বৃষ্টিমগ্ন জীবন আর ফিরে আসবে না উজ্জ্বল বেশে

রংহীন গন্ধ মুছে গেছে নিজস্ব সৌরভের ডাকে

কবিতার সংসারে ছন্দ নেই গতি নেই নিরস অলস

সবুজ বিদ্রোহ করে ঘাসের বাগানে লাল প্রলেপ মেখে

ধূসর বসন্ত

বসন্তে সাজ নেই কোলাহল নেই

পলাশের লালে পাখি লাল হয়ে

একাকী ডাকে

মানুষ শিমুল পলাশ কোকিলের কথা

ভুলে যাবে একদিন

জীবনের রেশ থেকে মুছে যাবে বসন্ত

সবুজ পাতার আচলে ঢেকে আছে

অসহায় করুণ বসন্ত

ধূসর বসন্তে কাঁপে ধূসর জীবন

চিহ্নহীন স্মৃতিহীন স্বপ্নহীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে