বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

স্বামীর বয়স বাধা নয়, টেস্ট টিউব বেবি'র জন্য অনুমতি দিলেন কলকাতা হাইকোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্বামীর বয়স বাধা নয়, টেস্ট টিউব বেবি'র জন্য অনুমতি দিলেন কলকাতা হাইকোর্ট

টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল স্বামীর বয়স! অনুমতি মেলেনি স্বাস্থ্য ভবনের। অগত্যা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাশীপুরের এক দম্পতি। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহ, ওই দম্পতিকে টেস্ট টিউব বেবি'র জন্য অনুমতি দিলেন।

মামলাকারী কাশীপুরের ওই দম্পতি হাইকোর্টে টেস্ট টিউব বেবি'র জন্য আবেদন করেছিলেন। তাদের বক্তব্য ছিল, ৩০ বছরের বৈবাহিক জীবনে তাদের কোনো সন্তান হয়নি। তবে উত্তরাধিকার নিশ্চিত করতে আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে চান তারা। কিন্তু স্বাস্থ্য ভবনের থেকে মিলছে না অনুমতি। কেন স্বাস্থ্য ভবনের থেকে অনুমতি প্রয়োজন ছিল? টেস্ট টিউব বেবির জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে পিএইচএস ফার্টিলিটি ক্লিনিকে যান ওই দম্পতি। কিন্তু ক্লিনিকের তরফ থেকে জানানো হয়, নিয়মানুযায়ী স্বামীর বয়স যা থাকা প্রয়োজন, তার তুলনায় বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে