বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রম্নততম সময়ের মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এ বিষয়ক বিবৃতিতে বলেন, 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রম্নততম সময়ের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।'
বিবৃতিতে বিচার বিভাগের অর্থবহ স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এতে তুলে ধরা হয়।
এতে বলা হয়, সংগঠনের গত মঙ্গলবারের সভায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি এবং বিচার বিভাগের সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠাসহ বিচারকদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় এরই মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছেন- যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।'