জামালপুরে দুই বছর আগে মৃত এক ব্যক্তিকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক এই অভিযোগ করেন।
তিনি বলেন, 'জেলা আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন দুই বছর আগে মারা গেলেও তাকে অতিরিক্ত জিপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুইবার লেখা হয়েছে। আমরা কেউ চিনি না এমন আইনজীবীও কীভাবে নিয়োগ পায়?'
আনোয়ার হোসেনের বাড়ি জেলার সরিষাবাড়ী উপজেলায়। তিনি দুই বছর আগে মারা যান বলে তার সহকর্মীরা নিশ্চিত করেছেন।
১৩ নভেম্বর উপ-সলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে ২৮ জন এবং পিপি, অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে ৩৬ জন আইনজীবীকে জামালপুর আদালতে নিয়োগ দেওয়া হয়।