বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জেলের পরিবেশে সন্তান প্রসব নয়, গর্ভবতীকে জামিন দিলেন মুম্বাই হাইকোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জেলের পরিবেশে সন্তান প্রসব নয়, গর্ভবতীকে জামিন দিলেন মুম্বাই হাইকোর্ট
জেলের পরিবেশে সন্তান প্রসব নয়, গর্ভবতীকে জামিন দিলেন মুম্বাই হাইকোর্ট

জেলের পরিবেশে প্রসব করলে মা এবং সন্তানের ওপর তার প্রভাব পড়তে পারে। বন্দিনীকে সাময়িক জামিন দিলেন বম্বে হাইকোর্ট। প্রসবের জন্য ছ'মাস জেলের বাইরে থাকবেন তিনি। সরকারি হাসপাতালে তার চিকিৎসার নির্দেশও দিয়েছেন আদালত।

মাদক পাচারের অভিযোগে গত এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়েছিল এক মহিলাকে। গ্রেপ্তারির সময়েই তিনি দু'মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। মানবিকতার খাতিরে জামিন দেওয়া হোক, আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতের নাগপুর বেঞ্চে সেই মামলার শুনানি ছিল সম্প্রতি। ওই মহিলা এখন ন'মাসের অন্তঃসত্ত্বা। আদালত জানিয়েছে, প্রসব এবং তার পরবর্তী সময়ে সন্তানের দেখাশোনার জন্য ছ'মাস জেলের বাইরে থাকবেন তিনি। জামিনের মেয়াদ শেষ হলে আবার তাকে জেলে আত্মসমর্পণ করতে হবে।

মহারাষ্ট্রের গোন্দিয়া স্টেশনের নিরাপত্তারক্ষীরা এপ্রিল মাসে একটি ট্রেনে তলস্নাশি অভিযান চালিয়েছিলেন। পাঁচজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল সে সময়। পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সুরভি সোনি নামের ওই মহিলাও ছিলেন। তার ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল সাত কিলোগ্রাম গাঁজা।

বম্বে হাইকোর্টের বিচারপতি ঊর্মিলা যোশি ফালকের একক বেঞ্চের পর্যবেক্ষণ, জেলে বন্দি হলেও তার মর্যাদার অধিকার রয়েছে। জেলে সন্তান প্রসব হলে তার প্রভাব পড়তে পারে বন্দিনীর মনে।

সন্তানের পক্ষেও জেলের পরিবেশে বড় হওয়া কাম্য হতে পারে না। তাই এ ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। মহিলার জামিন মঞ্জুর করা হলে এই সংক্রান্ত তদন্তে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন বিচারপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে