আইনের দৃষ্টিতে আত্মরক্ষার অধিকার
'জীবনের অধিকার' মানুষের অন্যতম একটি মৌলিক অধিকার। এ অধিকারটি সর্বজনীন মানবাধিকার ঘোষণাসহ সব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রই এক বাক্যে স্বীকার করে। বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ তাই নাগরিকদের এ অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকারটির স্বীকৃতি ও নিশ্চয়তা প্রদান করেছে। প্রশ্ন হলো, এ অধিকারটি