বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মিশর গমন

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১১:০২

অনলাইন ডেস্ক
মাসিহুজ্জামান সেরনিয়াবাত
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মিশর গমন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ গরহরংঃৎু ড়ভ উবভবহপব ধহফ অরৎ ঋড়ৎপব ঈড়সসধহফবৎ, ঊমুঢ়ঃ-এর আমন্ত্রণে শনিবার ৪ দিনের এক সরকারি সফরে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ঊমুঢ়ঃরধহ অরৎ ঋড়ৎপব কমান্ডার খরবঁঃবহধহঃ এবহবৎধষ গড়যধসসবফ অননধং ঐবষসু ঐধংযবস-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মিশর অবস্থানকালে ওই দেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়াও, তিনি বিমানের ওয়ার্কশপসহ ঊমুঢ়ঃরধহ অরৎ অপধফবসু-এর ঝপরবহপব ডরহম, ঋষরমযঃ ঝরসঁষধঃড়ৎ, জধফধৎ, অরৎ ঞৎধভভরপ ঈড়হঃৎড়ষ এবং খধনড়ৎধঃড়ৎরবং এর বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করবেন। আইএসপিআর