সেনাবাহিনীর বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদশ সেনাবাহিনীর সাভার অঞ্চলের আয়োজনে শীতকালীন প্রশিক্ষণ ২০১৯/২০-এর অংশ হিসেবে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্মস (আরভিঅ্যান্ডএফ) ডিপোর সার্বিক ব্যবস্থাপনায় রোববার আজগানা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, মির্জাপুর, টাঙ্গাইল এবং মঙ্গলবার গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, মানিকগঞ্জ এলাকায় প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকল বেসামরিক ব্যক্তিবর্গের গবাদি প্রাণি ও হাঁস-মুরগির চিকিৎসা বিষয়ক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। আরভিঅ্যান্ডএফ ডিপো সাভারের তত্ত্বাবধানে এবং সকল উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় আজগানা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৬৫৫টি গরু, ১২৯টি ছাগল/ভোড়া, ১০৭৫টি হাঁস/মুরগি, ১২০টি কবুতর, ৫টি টার্কি এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৪২টি গরু, ৬৮৮টি ছাগল/ভেড়া, ২টি ঘোড়া, ১১৯২টি হাঁস/মুরগি, ৫৪৫টি কবুতর এবং ২৪টি টার্কিকে বিনামূল্যে টিকা, ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাসচাষ, গবাদিপ্রাণী পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপ্রাণীর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উলেস্নখ্য, ৯ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর এলাকার জাথালিয়া আলাল সিকদার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, ১২ জানুয়ারি গাজীপুরের কাপাসিয়া এলাকার দেইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং ১৪ জানুয়ারি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও মধ্যপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এলাকায় অনুরূপ ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আইএসপিআর