চট্টগ্রাম নগরীতে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করাসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার নগরীর পাহাড়তলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান এই অভিযান চালান।
জানা যায়, ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করা এবং অনঅনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ও রং খাবারে ব্যবহারযোগ্য রং হিসেবে বিক্রি করায় মেসার্স ইকরাই স্টোরকে ১ লাখ ২০ হাজার টাকা, একই অপরাধে কায়সার অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।