মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা

যাযাদি ডেক্স
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা
স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা

দক্ষিণবঙ্গের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইন্দুরহাট বন্দরসংলগ্ন স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ঢাকায় অবস্থানরত ওই স্কুলের সাবেক শিক্ষার্থীরা শনিবার রাতে এক আলোচনা সভায় মিলিত হন। ঢাকার পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়। সভায় ১৯৭৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া এ স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী এপ্রিলে ঈদের ছুটিতে এ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। নিবন্ধনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ২৮ ফ্রেব্রয়ারি।

দীপক লাল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. সামীম আহসান, মো. শহীদুল ইসলাম, জ্যোতিষ সমাদ্দার বাবু, মো. মঞ্জুরুল ইসলাম খায়রুল, খান মো. জহরুল হক শামীম, রনজিত কর্মকার, মিজানুর রহমান, আমিনুর রহমান বাবর, জাহিদুল ইসলাম জিতু, ডালিয়া পারভীন, মো. সাইফুদ্দীন, মো. আরিফুল হক, এস. এ নাঈম, অঙ্কন, রাকিবুল, বাকির হাসান, তিতাস, মহসিন, রিমেল, নোমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে