মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিকাশ এজেন্ট খুনের দায়ে ঠিকাদারের মৃতু্যদন্ড

চট্টগ্রাম বু্যরো
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিকাশ এজেন্ট খুনের দায়ে ঠিকাদারের মৃতু্যদন্ড

চার বছর আগে চট্টগ্রামে এক বিকাশ এজেন্ট খুনের ঘটনায় আব্দুর রহমান (৪০) নামে এক ঠিকাদার ব্যবসায়ীকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়।

সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ আদেশ দেন। মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহমান (৪০) গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া, খালাসপ্রাপ্ত আসামির নাম

মো. নাছির উদ্দিন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে পাহাড়তলী থানার বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আব্দুর রহমানকে ৩০২ ধারার মৃতু্যদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ড, ২০১ ধারায় আব্দুর রহমানকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

ওমর ফুয়াদ বলেন, 'অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো. নাছির উদ্দিনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আব্দুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে