দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতা অস্বীকার করার সুযোগ নেই আইন উপদেষ্টা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রাজশাহী অফিস
দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। তবে, আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচন্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচন্ড চেষ্টা আছে। সোমবার সকালে রাজশাহীতে অনুষ্ঠিত 'দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ' বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা। শহরের পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, 'আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।' তিনি বলেন, 'পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।' চলমান বিচার পদ্ধতি নিয়ে উপদেষ্টা বলেন, 'যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয়। সে বিষয়গুলো নিয়ে যাতে সমন্বিতভাবে কাজ করা যায় তা নিয়ে একই কর্মশালায় আলোচনা এবং নির্দেশনা দেওয়া হবে।' একই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেন, 'একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবাধিকারের সমস্ত নীতিমালা মেনেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই।' সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাত্রকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়টি নিয়ে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।র্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি-টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই তিন অর্গানাইজেশন মিলে ইনটেনসিভ পেট্রোলিং করবে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করছি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা না। এরপরও যদি না হয় তা হলে বিকল্প চিন্তা করব।' ছিনতাইগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এটা তদন্তে বোঝা যাবে। রোববার র?্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।' অপারেশন ডেভিল হান্টের সফলতা সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, 'ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজবিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। সারা দেশব্যাপী এটা হচ্ছে। তবে এটি আরও জোরদার এবং সেনাসদস্য বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।' তিনি বলেন, 'ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্রের সঙ্গে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও খবর পাচ্ছি।'