কুমিলস্না বিশ্ববিদ্যালয়
মতভেদ সত্ত্বেও জোরালো হচ্ছে ছাত্র সংসদ গঠনের দাবি
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুবি প্রতিনিধি
গত বছরের গণ-অভু্যত্থানের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বৈধ দাবি-দাওয়া জানানোর জন্য নেতৃত্বদানের পস্ন্যাটফর্ম হিসেবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের দাবি করে আসছেন শিক্ষার্থীরা, যদিও বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী সংবাদমাধ্যমকে জানান, এ ব্যাপারে শিক্ষার্থীরা স্মারকলিপি দিলে অবশ্যই প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে। এর পরদিন ছাত্র সংসদ গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
তবে সময় গড়ালেও এখন পর্যন্ত ছাত্র সংসদ গঠনের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এরপর ১৯ জানুয়ারি ফের শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র সংসদ গঠনের দাবি উত্থাপিত হয় এবং
সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্র সংসদ গঠনের ব্যাপারে এখনো ঐক্যমত পোষণ করতে পারেনি তারা। শিক্ষার্থীরা প্রকাশ্যে ছাত্র সংসদ চাইলেও রাজনৈতিক সংগঠনের কেউ কেউ ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চালুর পর ছাত্র সংসদ চান। আবার কেউ কেউ শিক্ষার্থীদের সঙ্গেই ছাত্র সংসদের দাবি জানান। অন্যদিকে, প্রশাসন নির্বিকার হয়ে তাকিয়ে আছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিলস্না জেলার যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান বলেন, '৫ আগস্টের পর থেকে আমরা বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়ে আসছি। তারই পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে ভিসি স্যারের কাছে স্মারকলিপি জমা দিই। কিন্তু প্রশাসন থেকে তেমন কোনো সাড়া এখন পর্যন্ত আমরা পাচ্ছি না।'
মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল রানা বলেন, 'এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই বিশ্ববিদ্যালয়কে নব্য ছাত্রলীগের কার্যালয় রূপান্তর না করে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন।'
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দেশের এখন যে পরিস্থিতি বা আমাদের ক্যাম্পাসের যে পরিস্থিতি এ অবস্থায় যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এটা নিরপেক্ষ থাকবে। কারণ, এখন সাধারণ শিক্ষার্থী বলে কোনো শিক্ষার্থী নেই। যারা সাধারণ শিক্ষার্থী বলে নিজেদের পরিচয় দেয় তারাও কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই করে।'
কুবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহি বলেন, 'ছাত্র সংসদ সারাদেশের সব ছাত্রের প্রাণের দাবি। এই দাবির সঙ্গে ছাত্র শিবির একমত। ছাত্র শিবির সব সময়ই ছাত্রদের পাশে আছে এবং ছাত্র সংসদ গঠনের কথা বলে আসছে। এক্ষেত্রে যারা ছাত্র সংসদ গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় ছাত্র শিবির তাতে প্রতিবাদ করে আসছে।'
ছাত্র সংসদের ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা এখনো কিছু ভাবছি না। নিজে থেকে এখনো কিছু চিন্তা করছি না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছি। তারা যদি কোনো ধরনের ফর্মাল প্রসিডিওর গ্রহণ করে তাহলে ভাবব।'