চট্রগ্রামে ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্রগ্রামের ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে দু'দিনব্যাপী ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশীপের ৩৩তম আসর অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রম্নয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং ভিপি এডমিন এবং ফাইনান্স-ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু।
\হএছাড়াও উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী এবং কর্পোরেট বিজনেস- চট্রগ্রাম প্রধান সঞ্জয় দাশ। দেড় শতাধিক নারী ও পুরুষ গলফার বিভিন্ন গ্রম্নপে এই শৌখিন চ্যাম্পিয়নশীপে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২২ ফেব্রম্নয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট ও পাপা টাইগার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ; ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ওসমান এরশাদ ফয়েজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি