নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ফেনীতে নবনির্মিত বাড়ি হস্তান্তর

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় বন্যার্তদের পুনবার্সনে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের দিক নির্দেশনায় নবনির্মিত ৮৫টি বাড়ি অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। ২২ ফেব্রম্নয়ারি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব বাড়ি হস্তান্তর করেন। এ সময় ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন, নৌবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে নৌবাহিনী ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ ৩৯টি প্রতিষ্ঠানে ব্যবহার্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করে। নৌবাহিনীর এ ধরনের জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। আইএসপিআর