ডিজিটাল বাংলাদেশের নতুন অধ্যায় :ওয়ান ট্যাপের যাত্রা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সর্ববৃহৎ ওয়ান-স্টপ সার্ভিস পস্ন্যাটফর্ম হিসেবে ওয়ান ট্যাপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে, যা ব্যক্তিও প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও আধুনিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল হাসানের দূরদর্শী নেতৃত্বে ওয়ান ট্যাপ, বাংলাদেশের সার্ভিস সেক্টরে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। তাদের কৌশলগত দক্ষতা ও দূরদর্শী পরিকল্পনা কোম্পানির লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা রাখছে, যা শিল্পে নতুন মানদন্ড স্থাপন করবে। ওয়ান ট্যাপ-এর সেবা- গৃহস্থালী যন্ত্রপাতি মেরামত: ওভেন, টিভি, ফ্রিজ, আইপিএস, গিজার, ওয়াশিং মেশিন, ট্রেডমিল, গ্যাস চুলা, কিচেন হুড, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সার্ভিস ইত্যাদি। বৈদু্যতিক ও স্যানিটারিসেবা: বৈদু্যতিক ও পস্নাম্বিং পরিষেবা। ভ্রমণ ও ট্রিপ: গাড়িভাড়া, ডে-লং ট্রিপ, এয়ারপোর্টকার রেন্টাল, টু্যরিস্ট বাস রেন্টাল, স্থানীয়টু্যর। পরিচ্ছন্নতা সেবা: বাড়িও অফিস পরিষ্কার, গৃহস্থালী যন্ত্রপাতিপরিষ্কার, ফার্নিচার ও কার্পেট পরিষ্কার, ট্যাঙ্ক ও পাইপ পরিষ্কার। বাসা ও অফিস স্থানান্তর: বাসা বদল, অফিস স্থানান্তর, পিকআপ ও ট্রাক ভাড়া। গাড়িসংক্রান্ত সেবা: জিপিএস ট্র্যাকিং, গাড়ির পলিশ ও ডিটেইলিং, নিয়মিত ওয়াশ, মেরামত, পেইন্টিং ও ডেকোরেশন, এলপিজিকনভার্সন, গাড়ির কাগজপত্র, জরুরিরোডসাইড সহায়তা, হাইব্রিড গাড়ির সমাধান। নিরাপত্তা সেবা: নিরাপত্তা ইনচার্জ, সুপারভাইজার (প্রাক্তন সামরিক ও অভিজ্ঞ), নিরাপত্তারক্ষী। সংবাদ বিজ্ঞপ্তি