মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় আমাকে মৃতু্যদন্ড দেওয়া হয়েছিল

লুৎফুজ্জামান বাবর

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
মিথ্যা স্বাক্ষী না দেওয়ার তাকে মৃতু্যদন্ড দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেলে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত এক সংবর্ধনা সভায় এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 'আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগ আপস্নুত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যুগিয়েছে। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দন্ড দিয়েছে, অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি আপোষ করিনি। জালিম সরকারের কাছে মাথা নত করিনি।' \হতিনি বলেন, 'দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে রাজি আছি। যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।' তিনি তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু প্রমুখ।