চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। রোববার কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। এদের মধ্যে ইমরান আলী মাসুদ নগর ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে মনসুর আলী নগর ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। ওসি আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের অস্ত্রগুলোতে গুলি ম্যাগজিনে লোড ছিল। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড, আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল। ওসি আরও জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনাতেও জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।