সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা (৬)(২)(এ) মোতাবেক তাদের অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এই প্রজ্ঞাপনে উলেস্নখ করা হয়েছে। বিসিএস পুলিশ ৪০তম ব্যাচে মোট ৭১ জন প্রশিক্ষণার্থী ছিলেন। এরমধ্যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ডিসেম্বরে ২৫ জনকে শোকজ করা হয়েছিল। গত নভেম্বরেই এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে হঠাৎ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। সেই সমাপনী কুচকাওয়াজ এখনও অনুষ্ঠিত হয়নি।