রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ট্রাইবু্যনালে সাবেক আইজিপি মামুনসহ দু'জনের রিমান্ড

যাযাদি রিপোর্ট
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ট্রাইবু্যনালে সাবেক আইজিপি মামুনসহ দু'জনের রিমান্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুলস্নাহ আল মামুনসহ দুজনকে এক দিন করে রিমান্ডে পেয়েছে ট্রাইবু্যনালের প্রসিকিউশন।

বৃহস্পতিবার ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। রিমান্ডে যাওয়া অন্যজন হলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। এর আগে এই দুজনসহ ১০ জনকে ট্রাইবু্যনালে হাজির করা হয়।

অন্যরা হলেন- ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোলস্না, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুলস্নাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন ও সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম; উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুলস্নাহ আল নোমান, তারেক আব্দুলস্নাহ ও শাইখ মাহদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে