বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

কুয়েত সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৫ সদস্যের প্রতিনিধিদল। সফরকালে সেনাপ্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

কুয়েতের আমীর উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তীতে অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উলেস্নখযোগ্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্‌ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশী মিলিটারি কন্টিনজেন্টের অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অফিসার্স এ্যাড্রেস এবং দরবার নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে