বাউবিকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : উপাচার্য

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের সমস্যা পর্যালোচনা ও সমাধানের কৌশল নির্ধারণ' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ১৯ ফেব্রম্নয়ারি বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তারা দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক।' তিনি মাতৃভূমিকে ভালোবেসে নীতি ও আদর্শকে সমুন্নত রেখে বাউবি পরিবারের সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সহযোগিতার জন্য শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে উপাচার্য তার আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। বাউবির প্রশাসন বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখা আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ১৩২ জন শিক্ষক অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি