বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিএএফ শাহীন কলেজ ঢাকা'র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও চেয়ারপারসন কন্ট্রোলিং কমিটি, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী সালেহা খান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি স্কুলের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকার অধ্যক্ষ, বাফওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদের সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাউপস্থিত ছিলেন। আইএসপিআর