যান্ত্রিক ত্রম্নটি

উৎপাদন বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদু্যৎ কেন্দ্রের

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
যান্ত্রিক ত্রটির কারণে দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদু্যৎ কেন্দ্রের তিনটি ইউনটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে পুরোপুরি উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে এই কেন্দ্রটি থেকে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। কর্তৃপক্ষ বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে আবারও বিদু্যৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারের পাইপ ফেটে লিকেজ হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৫ ফেব্রম্নয়ারী তাপবিদু্যৎ কেন্দ্রের সচল ৩নং ইউনিটিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়। ১ নং ইউনিট আগামী এক সপ্তাহের মধ্যে সচল করা সম্ভব এবং ৩ নং ইউনিটটি আগামী দুই সপ্তাহের মধ্যে সচল করা সম্ভব হবে বলে এই কর্মকর্তা আশা প্রকাশ করেন।