বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনালে সিই বিভাগ চ্যাম্পিয়ন

  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনালে সিই বিভাগ চ্যাম্পিয়ন
বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনালে সিই বিভাগ চ্যাম্পিয়ন

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্টে বাস্কেটবল চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রম্নয়ারি খেলার মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, 'ছাত্র-ছাত্রীদের প্রধান কাজ পড়ালেখা করা, পড়ালেখার বাইরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।'

খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ফাইনাল খেলা সিই বিভাগ এবং ইইই বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এডমিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাশার, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিই বিভাগ ৬০-০৫ পয়েন্টের ব্যবধানে ইইই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে