রাজধানীর উত্তরার প্রকাশ্যে এক দম্পতির ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করছেন। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। এক পর্যায়ে এলাকার জনগণ ওই দুই হামলাকারীকে ধরে পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, এরা কিশোর গ্যাংয়ের সদস্য। গ্যাংটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রম্নত গতিতে চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলে একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, 'এ ঘটনায় দুইজনকে আমরা আটক করেছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলা দায়ের প্রস্তুতি চলছে।'