সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়ে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি জেসমিনের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ এসেছে।
মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ
জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, সংস্থার সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুইটি আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, 'আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর কদরার সম্ভবনা রয়েছে।'
সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার পাশাপাশি এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আনা জরুরি বলে মনে করছে দুদক।
এর আগে গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক। সরকারের পতনের পর গত ৬ অগাস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর আসে। সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন।
এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে বিভিন্ন থানার হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের আদেশে সেসব মামলায় দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে পলককে।