গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষা ব্যবহারে সাংবাদিকদের উৎসাহী করতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার 'গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষা' বিষয়ক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
'সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকু্যয়ালিটি' প্রকল্পের আওতায় পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত মুক্ত আলোচনায় অংশ নেন গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নির্মাতা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদী সমতায় তারুণ্য প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
মুক্ত আলোচনা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. সানজিদা আখতার, অধ্যাপক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাশফিকা জামান সাটিয়ার, সিনিয়র পলিসি এডভাইজার- জেন্ডার এন্ড সিভিল সোসাইটি, ঢাকায় নেদারল্যান্ডসের দূতাবাস; মনিরা শরমিন, সহযোগী অধ্যাপক (অস্থায়ী), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি); জায়মা ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক, দি ডেইলি স্টার; নিশাত সুলতানা, ডিরেক্টর ু ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পইেন এন্ড কমিউনিকেশনস, পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা হাসনায়েন, নীলিমা ইয়াসমিন, ডেপুটি ডিরেক্টর-প্রোগ্রাম, পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সহকারি পরিচালক এশা ফারুক। সংবাদ বিজ্ঞপ্তি