রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের মেয়ে। সোমবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন আবদুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। আহত হয়েছে তাদের
মেয়ে জুঁই আক্তার (১৪)। জুঁইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
স্বজনেরা জানান, এই পরিবারটি থাকে রাজধানীর ডেমরার কোনাবাড়ীতে। গ্রামের বাড়ি জামালপুরে। এই দম্পতির মেয়ে জুঁই যাত্রাবাড়ীর ইকরা হাইস্কুলের
অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান স্বামী-স্ত্রীকে ধাক্কা দিলে তারা নিহত হন। গুরুতর আহত হয় তাদের মেয়ে। এই ঘটনায় পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। যাত্রাবাড়ী থানার পুলিশ বলছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।