বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ফের রিমান্ডে মেনন ইনু, শাকিল ও ফারজানা

যাযাদি রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফের রিমান্ডে মেনন ইনু, শাকিল ও ফারজানা

পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী ও রাজধানীর ভাটারা থানার আওয়ামী লীগের নেতা

সালেক ঢালী।

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাশেদ খান

মেনন ও হাসানুল হক ইনুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

অন্যদিকে শাকিল আহমেদ ও ফারজানা রুপার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। ২৬ আগস্ট গ্রেপ্তার হন হাসানুল হক ইনু।

বিভিন্ন মামলায় এখন পর্যন্ত রাশেদ খান মেননের মোট ৩৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে হাসানুল হক ইনুর মোট ৩৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকিল আহমেদ ও ফারজানা রুপা গত ২১ আগস্ট গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তাঁদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারী ও সালেক ঢালীকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ ছাড়া বিভিন্ন মামলায় সোমবার নতুন করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে