বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শাহবাগ অবরোধ করে জুলাই অভু্যত্থানে আহতদের বিক্ষোভ

যাযাদি রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শাহবাগ অবরোধ করে জুলাই অভু্যত্থানে আহতদের বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই অভু্যত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনে আহতরা। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগ মোড় আটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আহতদের তিন দফা দাবি হলো- দুইটি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেওয়া, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা ও আহতদের জন্য হটলাইন নম্বর চালু করা।

এদিকে, শাহবাগ মোড় অবরোধ করায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়তে এই এই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর বলেন, 'শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে সড়কের এক পাশের গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। তবে অন্য পাশে যান চলাচল স্বাভাবিক।'

জুলাই অভু্যত্থানে আহত দাবি করে সুমন নামে এক ব্যক্তি বলেন, 'আহতদের তিন-চারটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, এ দুইটি ক্যাটাগরি ভাতা পাবে, বাকিদের দেওয়া হবে না। এট বৈষম্য। আমরা চাই যেন সব আহতদের দুটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা নিশ্চিত হ পৃষ্ঠা ১৫ কলাম ৬

করা হোক। আমরা যখন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও এরকমটা জানিয়ে ছিলেন।'

জুলাই গণঅভু্যত্থানে নিহত ও আহত ব্যক্তিদের 'ইতিহাসের স্রষ্টা' হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভু্যত্থানে নিহতরা 'জুলাই শহীদ' নামে অভিহিত হবেন। আহতরা অভিহিত হবেন 'জুলাই যোদ্ধা' নামে।

প্রতিটি শহীদ পরিবার এককালীন পাবে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে পাবেন অগ্রাধিকার।

'জুলাই যোদ্ধারা' দুটি মানদন্ডে চিকিৎসা পাবেন। গুরুতর আহতদের 'ক্যাটাগরি এ' অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দেওয়া হবে ২ লাখ টাকা। তিন লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২০২৬ অর্থবছরে।

গুরুতর আহতরা মাসে মাসে ২০ হাজার টাকা ভাতাও পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসাসেবা পাবেন। মেডিকেল বোর্ডের সুপারিশ থাকলে চিকিৎসার জন্য পাঠানো হবে দেশের বাইরে। তারা কর্মসংস্থানের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও পাবেন।

'ক্যাটাগরি বি' অনুযায়ী জুলাই যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে এক লাখ এবং পরের অর্থবছরের দেওয়া হবে ২ লাখ টাকা।

তারা মাসে ভাতা পাবেন ১৫ হাজার টাকা। কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকারও পাবেন তারা। জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। তারা পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা নিতে পারবেন।

এখন পর্যন্ত জুলাই গণ-অভু্যত্থানে ৮৩৪ জন 'শহীদের তালিকা' গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে