আধুনিক বাংলা কবিতার বিরল প্রতিভা কবি জীবনানন্দ দাশ। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা- পুরাণের জগৎ তার কবিতায় হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি 'রূপসী বাংলার কবি' অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। আর অন্নদাশঙ্কর রায় বলেছেন 'শুদ্ধতম কবি'।
বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিকের ১২৬তম জন্মবার্ষিকীতে অমর একুশে বইমেলার ১৭তম দিনে প্রকাশিত হয়েছে এ. কে. এম.
রেজাউল করিম রচিত গবেষণামূলক গ্রন্থ 'বহুমাত্রিক জীবনানন্দ'। এদিন বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির পাঠোন্মোচনে অংশ নিয়ে কবি জীবনানন্দ দাসের সাহিত্য ও চিন্তার বহুমাত্রিক দিক নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য সাহিত্যিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা।
দেশের শিক্ষা ও সমাজকল্যাণে আগ্রহী একজন সংস্কৃতিকর্মী এ. কে. এম. রেজাউল করিম জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি 'বহুমাত্রিক জীবনানন্দ' দাশ গ্রন্থে পাঁচটি অধ্যায়ে জীবনানন্দ দাশের কবিতা, কথাসাহিত্য, শিক্ষক জীবন, পারিবারিক জীবন এবং জীবনানন্দ দাশের চিঠি ও অন্যান্য বিষয় নিয়ে আলোকপাত করেছেন।
বইয়ের ভূমিকায় প্রকাশক উলেস্নখ করেছেন- 'বহুমাত্রিক জীবনানন্দ' শুধু সাহিত্যপ্রেমীদের জন্য নয়, বরং সেই সকল পাঠকদের জন্য একটি অমূল্য রচনা যারা বাংলা সাহিত্যের গভীরতা এবং তার প্রভাব সম্পর্কে আরও জানতে আগ্রহী।
প্রকাশনা প্রতিষ্ঠান 'দশমিক' থেকে বইটি প্রকাশ করেছেন দীপান্ত রায়হান। তিনি জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র'র প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নান্দনিক প্রচ্ছদটিও করেছেন তিনি। ২১২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪০০টাকা। তবে পাঠক ২৫ শতাংশ কমিশনে বইটি সংগ্রহ করতে পারবেন মেলার সোহরাওয়ার্দী উদ্যোনের ২৬৫ নম্বর স্টল থেকে।