বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অনলাইন গ্রম্নপের এমডির বিচারের দাবিতে মানববন্ধন

যাযাদি রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অনলাইন গ্রম্নপের এমডির বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন গ্রম্নপের এমডি খান মোহাম্মদ আখতারুজ্জামানের বিচার এবং সম্পত্তি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।? রোববার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরের অনলাইন গ্রম্নপের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগী স্বপ্না আক্তার, মেজর (অব.) হারুন, ব্যারিস্টার সারোয়ার, আইয়ুব আলী ও আশরাফ আলীসহ অনেকে বক্তব্য রাখেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, অনলাইন গ্রম্নপের এমডি ও ঢাকা উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি খান মোহাম্মদ আক্তারুজ্জামান বিগত আওয়ামী সরকারের শাসনামলে বহু মানুষের জমি, ফ্ল্যাট, বাড়ি এবং অন্যান্য সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দফতরে বিচার প্রার্থনা করলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী স্বপ্না আক্তার বলেন, তার বাড়ির কাগজপত্র সব ঠিক থাকলেও আখতারুজ্জামান তার বাহিনী দিয়ে দখল করে নেন। আদালতে রায় থাকা সত্বেও নিজ বাড়িতে বসবাস করতে পারছেনা তিনি।

আরেক নারী বলেন, 'সেনা সদস্য স্বামীর মিশনের টাকা দিয়ে ইসিবি চত্ত্বরের পাশে আড়াই শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করি। ২০২৪ সালে বৃষ্টির কারণে বাসাতে পানি উঠে।পানি উঠে যাওয়ার কারণে অন্যত্র বাসা নেই। ২০২৫ সালের ২২ জানুয়ারী আক্তার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাসার সব লুটপাট করে নিয়ে যায়। আইনের সহযোগিতা চাইলেও থানা থেকে কোন মামলা নেয়নি।'

আখরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা ও ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছে। তার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের সম্পত্তি ফেরতের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে