কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উলস্নাহ মিয়ানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে 'ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ' নামের একটি সংগঠনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভু্যত্থানে আওয়ামী লীগ সরকার ৬
ক্ষমতাচু্যত হলেও কতিপয় প্রশাসন এখনো দলটির সমর্থিত আমলাদের নিয়ন্ত্রণে। বিগত আওয়ামী লীগের আমলের কর্মকর্তাদের অনেকই সচিবের আসন দখল করে বসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে।
বক্তরা জানান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উলস্নাহ মিয়ান আওয়ামী সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটিতে ছিলেন। সে সময় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) থাকাকালীন তিনি তার প্রয়াত পিতা-মাতার নামে রহিমা- ফজল মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অবকাঠামো, সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ নেন। সর্বশেষ ক্ষমতার অপব্যবহার করে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ইন নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পে মতো একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন তার এলাকার একজনকে।
শিক্ষার্থীরা অবিলম্বে তার অপসারণ দাবি করে বলেন, এই দাবি আগামী ৭ দিনের মধ্যে বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সচিব এমদাদ উলস্নাহ মিয়ান যায়যায়দিনকে বলেন, 'যারা অনৈতিক সুবিধা ও দাবি নিয়ে আমার কাছে আসে, তাদের সেই অনৈতিক সুবিধা ও দাবি আমি সমর্থন করি নাই বলেই একটি স্বার্থান্বেষী মহল এমনটি করছে।'