নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে মুদ্রিত ও প্রকাশিত সংবাদ সাময়িকী 'বড়াইগ্রাম দর্পণ'-এর প্রথম বষের্র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আয়োজিত এক সমাবেশে এ সংবাদ সাময়িকীর মোড়ক উন্মোচন করেন।
সাময়িকীটি উন্মোচনকালে তিনি বলেন, 'সত্য, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাব ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই অর্জনকে ধরে রাখতে ভবিষ্যতে বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করি।'
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মসলেম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্দুল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসাইন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা। সংবাদ বিজ্ঞপ্তি