বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'বিশেষ কম্বিং অপারেশনে' নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন

  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'বিশেষ কম্বিং অপারেশনে' নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন
'বিশেষ কম্বিং অপারেশনে' নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন

দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনায় নিয়োজিত রয়েছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত 'বিশেষ কম্বিং অপারেশন' ৪টি ধাপে আগামী ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলমান থাকবে।

গত ৯ ফেব্রম্নয়ারি হতে বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে যা, আগামী ১৫ ফেব্রম্নয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার বিশেষ কম্বিং অপারেশনে খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা, চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দীগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালিগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানৌজা আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়।

উলেস্নখ্য, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উলেস্নখযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় 'বিশেষ কম্বিং অপারেশন' পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে