নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২৫ ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত 'বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত'র ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়। ৯ ফেব্রম্নয়ারি উত্তরায় ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে এই প্রতিষ্ঠাতার প্রায় একশ' রকমারি পোট্রেট নিয়ে চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। পরদিন ১০ ফেব্রম্নয়ারি সকালে উত্তরা ৩নং সেক্টরে 'ইমামুল কবীর শান্ত স্মৃতি মিউজিয়াম' পরিদর্শন ও বিকালে শ্যামলবাগ, উত্তরখানে 'বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত বৃদ্ধাবাসন' উদ্বোধন করা হয় এবং তৃতীয় দিন অর্থাৎ ১১ ফেব্রম্নয়ারি সকালে বনানী কবরস্থানে সব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি