অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। ১১ ফেব্রম্নয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে জোবিঅ-চন্দ্রা, আবিবি-গাজীপুর আওতাধীন চন্দ্রা (পলস্নী বিদু্যৎ), কালিয়াকৈর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযানে ২ স্পটের ২৫টি আধাপাকা বাড়ি ও ২০টি বহুতল ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজ লাইন অপসারণসহ অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এতে মোট ৪৫০টি অবৈধ চুলার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫৫০ ফুট পাইপ অপসারণ করা হয়। অভিযানে ৫ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৪৫ হাজার টাকা জারিমানা করা হয়েছে।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ও মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ এর মিরপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় ৬টি স্পটে দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে দুটি স্থাপনার অবৈধ গ্যাস সংযোগের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি