আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ ১২ ফেব্রম্নয়ারি বুধবার উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এছাড়াও সরকারের অন্য উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, 'বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।' দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন এবং শিল্পপ্রতিষ্ঠানে বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমানে ৫১,৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫,৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা আমেরিকান দূতাবাস, ফিলিস্তিন দূতাবাস, সংযুক্ত আরব আমিরাত দূতাবাস, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল (ঢাকা), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় অতিথি ভবনসমূহের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাহিনীর ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি