বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

যাযাদি রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর ওপর হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল তিনটার দিকে আইসিইউ-তেই তিনি মারা যান। তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র কর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছিলো পুলিশ। সেসময় গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে।

ওই

হামলার পরপরই এর প্রতিবাদে মধ্যরাতে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে