বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'মেয়ে চুরি করেছে' অভিযোগে মারধরে মায়ের মৃতু্য

যাযদি রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'মেয়ে চুরি করেছে' অভিযোগে মারধরে মায়ের মৃতু্য

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাঝবয়সি এক নারীর মৃতু্য হয়েছে; যাকে মারধর করা হয়েছিল তার মেয়ে টাকার 'চুরি করেছে' অভিযোগে তুলে।

নিহত ৫৫ বছর বয়সি আয়েশা বেগম রাস্তার ধারে কখনো সবজি বিক্রি করতেন, কখনো ঘুরে ঘুরে নারীদের পোশাকও বিক্রি করে সংসার চালিয়েছেন। স্বামীর মৃতু্যর পর দুই মেয়েকে নিয়ে মুগদায় দক্ষিণ মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন আয়েশা।

বুধবার মুগদা থানার এসআই মো. কামরুজ্জামান জানিয়েছেন সোমবার দুপুরে মানিক নগর প্রফেসর গলি পাবলিক টয়লেট সংলগ্ন একটি বাসায় মারধরের ঘটনায় আশেয়া আহত হয়েছিলেন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃতু্য হয়।

ঢাকা মেডিকেলে আয়েশার মেয়ে রুমি বলেছেন, মানিক নগরে যে বাসায় ঘটনাটি (চুরির ঘটনা) ঘটেছিল, ওই বাসায় তাদের আগে থেকেই যাতায়াত ছিল। ওই বাড়ির কয়েকজন সদস্য এলাকার বাসিন্দাদের সুদে টাকা ধার দিতেন। প্রয়োজনে তারা মা-মেয়েও টাকা ধার নিয়ে আবার শোধ করে দিয়েছেন বলে রুমি জানিয়েছেন।

রুমি

বলেন, 'কিছুদিন আগে ওই বাসার লোকজন আমার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে আমার মাকে ডেকে নিয়ে যায়। মা প্রতিবাদ করায় তাকে মারধর করে, পরে আমাকে খবর দেয়। আমি গিয়ে মাকে খুবই জখম অবস্থায় পাই। পরে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।'

আয়েশার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই এসআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে